মাহফুজ আলম, কাপ্তাইঃ
করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে যারাা সরকারের আদেশ – নিষেধ মেনে বাসাবাড়িতে থেকে পরিবার – পরিজন নিয়ে নিয়ে নিরাপদে সামাজিক দুরুত্ব বজায় রেখে বসবাস করতে গিয়ে প্রয়োজনীয় খাবার অভাব বোধ করছেন, তাদেরই জন্য মানবিক দৃষ্টিকোন থেকে খাদ্য সহায়তা কাপ্তাইয়ের বড়ইছড়ি পাড়া, পাম্প হাউস ও মিতিংগা ছড়ি এলাকায় ২৫ পরিবারের মাঝে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন নিজ বেতনের টাকা থেকে খাদ্য সামগ্রী ক্রয় করে গরীবদের বিতরন করে উদারতার পরিচয় দিয়েছেন বলে স্হানীয়রা জানিয়েছেন। ক্যাপশনঃ ব্যাক্তিগত উদ্যোগে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীনের খাদ্য সামগ্রী বিতরন।
জনাব নাসির উদ্দীন সাহেবের মতো অন্যান্য সমার্থবানরা যদি অসহায় মানুষদের পাশে আসেন তবে ঐসকল মানুষের আর না খেয়ে দিন কাটাতে হবে না। চট্টগ্রাম ট্রিবিউন নাসির উদ্দীন-কে অভিনন্দন জানাচ্ছি।