মোঃ ইউসুফ, রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটি কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি বাজারে তেলের দোকান থেকে লাগা অগুনে পুড়ে গেছে চার ব্যাবসা প্রতিষ্ঠান।এতে বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির দাবী করেছেন ব্যাবসায়ীরা।
রবিবার(২২ মার্চ) দুপুর ১টার দিকে নাইল্যাছড়ি বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাইল্যাছড়ি বাজারের হার্ডওয়ার ব্যাবসায়ী সাদ্দাম হোসেনের দোকানে অকটেন বোতলজাত করার সময় সাগর (১৭) নামের এক শ্রমিক সিগারেট জালিয়ে জ্বলন্ত কাঠি মাটিতে ফেলে। এতে মূহুর্তের মধ্যেই আগুন পুরো দোকান ছড়িয়ে পড়ে।
এসময় দোকানের ভেতর থাকা তেল, গ্যাস ও অকটেনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পাশাপাশি অপর ৩টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যাই।
ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা হলেন, মোঃ সাদ্দাস হোসেন মিস্ত্রী(তেল ও হার্ডওয়ার), মোঃ মামুনুর রশীদ (মুদি), মোঃ মাইনুদ্দিন (ফার্ণিচার), মোঃ আবদুল্লাহ (মুদি দোকান)।
কাউখালী ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কাউখালী ইউনিটের স্টেশন অফিসার মোঃ তমিজ উদ্দিন তেলের দোকান থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে ২০-২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, কাউখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক লে. মোঃ রেজওয়ান আহমেদ, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্ল্যাহ পিপিএম, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, ৪নং কলমপতি আওয়ামিলীগ সভাপতি ইমাম উদ্দীন সহ আরো অনেক।
সাবস্ক্রাইব করে চট্টগ্রাম ট্রিবিউন এর সাথে থাকুন।
https://youtu.be/wlH3L4Itgac