সোমবার, আগস্ট ১৮, ২০২৫

২৫ দিন বন্ধের পর সচল হলো আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়

আপডেট:

নিজস্ব প্রতিবেদকঃ
২৫ দিন বন্ধ থাকার পর আজ ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ক্যাম্পাস খুলেছে। ক্যাম্পাস খোলার প্রথম দিন সকাল থেকে হাজারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। এদিকে যেকোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ক্যাম্পাসের মূল পয়েন্টে পুলিশী ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যে, গত ২৯ শে জানুয়ারী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত র‍্যাগিং, শিক্ষক লাঞ্ছনা, ছাত্র নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম বহির্ভূত কার্যক্রমসহ কিছু শৃঙ্খলাভঙ্গ জনিত ঘটনার পরিপ্রেক্ষিতে আইআইইউসি বন্ধ ঘোষনা করা হয়

বিজ্ঞাপন

আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে’র পক্ষে এ ঘোষনা পাঠ করে শুনান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কর্ণেল মোহাম্মাদ কাশেম পিএসসি (অবসরপ্রাপ্ত)। ওই সম্মেলনে ৮ অক্টোবর ২০১৯ তারিখে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য উল্লেখ করে বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে চাইলে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবে না। মাননীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বরাত দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১৮ এবং ধারা ৩৭ অনুযায়ী বিগত ২২৯ সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী সুষ্ঠ ও সুন্দর পরিবেশ নিশ্চিতকল্পে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আজ হতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে র্যাগিং ও সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড সভা-সমাবেশ, মিছিল-মিটিং, নিষিদ্ধ ঘোষনা করেন।

১৯ ফেব্রুয়ারি (বুধবার) অনুষ্ঠিত এক জরুরী সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। যার পরিপ্রেক্ষিতে ১০ ছাত্রকে বহিষ্কার হরে কতৃপক্ষ।

বিজ্ঞাপন

গত ২৫ দিন নানা ঘঠনার মধ্যে দিয়ে পার হয় বিশ্ববিদ্যালয়ের ২৫ বর্ষপূর্তি। সকল জল্পনা কল্পনার অবসান ঘঠিয়ে আজ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম আবারো চালু করল।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত