মাহফুজ আলম, কাপ্তাইঃ
আওয়ামী যুবলীগ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি ও কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিনের নিঃশর্ত মুক্তির দাবিতে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় গতকাল সন্ধ্যা সাতটায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বিক্ষোভ মিছিলটি কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক আকতার আলমের নেতৃত্বে কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজার প্রাঙ্গণে আকতার আলমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি তানভীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ ফরিদ।
সমাবেশে বক্তারা বলেন তাদের আন্দোলন নাসির উদ্দিনের নিঃশর্ত মুক্তির জন্য, তারা কোনো আদালতের রায়ের বিরুদ্ধে নয়, তারা আদালত অবমাননার বিপক্ষেও নয়, তাদের দাবি বন বিভাগের ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলার বিরুদ্ধে বিচার দাবি করার পাশাপাশি নাসির এর মুক্তির জোড় দাবি জানান।