মাহফুজ আলম, কাপ্তাইঃ
পুলিশ কনষ্টেবল পদে চাকুরী পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিলের ১৬/০২/২০২০ স্বাক্ষরিত লিখিত পৃথক দুইটি বহিষ্কার আদেশ পত্র কাপ্তাই প্রেস ক্লাব সম্পাদক সাংবাদিক মাহফুজ আলম বরাবর প্রেরন করেন।
বহিষ্কার আদেশে উল্লেখ করা হয় গত ২৯/০১/২০১৯ তারিখে ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সাবেক তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক থোয়াইপ্রু মারমার অভিযোগের ভিত্তিতে এ অনিয়ম ও ঘুষ বানিজ্য করার অভিযোগ আমলে নিয়ে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ ২নং রাইখালী ইউনিয়ন শাখার সভাপতি মংক্য মারমা ও কাপ্তাই উপজেলা আ’লীগ এর সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক বিপ্লব মারমা সহ দুই জনের বিরুদ্ধে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ কমিটি হতে বহিষ্কার করা হয় বলে এক বহিষ্কার আদেশ জারী করনের মধ্য দিয়ে নিশ্চিত করেন।
এই ব্যাপারে অভিযুক্ত মংক্য মারমার সাথে মুঠো ফোনে আলাপ করে জানতে চাইলে তিনি এই প্রতিনিদিকে বলেন এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে, অথচ উপজেলা আওয়ামীলীগ আমাকে বহিষ্কার করেছে বলে যে পত্র আমার নিকট প্রেরন করেছেন তা আমি অবগত হই, এ বিষয়ে আমার বক্তব্য হলো উপজেলা আ’লীগের কোনো একতিয়ার নেই আমাকে বহিষ্কার করার।
অপর দিকে বিপ্লব মারমা থেকে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল এক তরফা দলীয় সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি দুঃখজনক বলে মনে করছি কারন এ বিষয়ে আমি আমাকে নির্দোষ বলে দাবি করছি।