মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আনোয়ারা উপজেলা বারশত গ্রামের প্রবীণ রাজনীতিবিদ আনোয়ারা উপজেলা এডহক কমিটির প্রাক্তন সদস্য লায়ন পুলিন বিহারী নাথের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে পুস্পমাল্য অর্পন ও দক্ষিন বারশত শ্রী শ্রী বংশী আশ্রমে স্মরণ সভা অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার (৮) ফেব্রুয়ারি সকাল ১১ টায় বারশত ইউনিয়ন পরিষদ ও শ্রী শ্রী বংশী আশ্রম পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে শ্রী শ্রী বংশী আশ্রমের মাটে এই স্মরণ সভা অনুষ্টিত হয়।
বক্তারা লায়ন পুলিন বিহারী নাথের অতীত দক্ষ ও কর্ম নিয়ে বিভিন্ন আলোচনা করেন এবং তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।
আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এম এ কাইয়ুম শাহের সভাপতিত্বে বাবু মিল্টন নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু মৃনাল ধর এবং প্রধান বক্তা ছিলেন,আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ এর সদস্য আজিজুর রহমান।
বিশেষ বক্তা ছিলেন, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু নিউটন সরকার,বাবু ফনীন্দ্র নাথ-সভাপতি শ্রী শ্রী বংশী আশ্রম পরিচালনা পরিষদ,ডাঃ ননী গোপাল নাথ-সাধারন সম্পাদক শ্রী শ্রী বংশী আশ্রম পরিচালনা
পরিষদ।
আরো মধ্যে উপস্থিত ছিলেন লায়ন পুলিন বিহারী নাথের পুত্র বাবু নোবেল নাথ,এডভোকেট পিটু কুমার শীল,মাষ্টার বাবু নারায়ন সরকার,জনাব আবদুল মোনাফ,ডাঃ বাবু নির্মল নাথ,বাবু সুদন নাথ,আবদুল হালিম,মোহাম্মদ লিয়াকত,মোহাম্মদ আশরাফুজ্জামান,মোহাম্মদ কামাল সওদাগর,মোহাম্মদ হারুন,বাবুল চৌধুরী,মোহাম্মদ ইসহাক,আইয়ুব আলী সহ বারশত ইউনিয়নের সকল ইউ পি সদস্যবৃন্দ।