রবিবার, আগস্ট ১৭, ২০২৫

বোয়ালখালীতে সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বরণ

আপডেট:

বোয়ালখালী প্রতিনিধি:
৩৯তম বিসিএসে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ পেলেন ১৩জন চিকিৎসক। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ইউনিয়নে পদায়ন করা হল। ৫ই জানুয়ারি হাসপাতাল মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে এবং ডাঃ আলী আজগর ও ডাঃ নাবিলা তাসমিম যৌথ সঞ্চালনায় নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী, বিশেষ অতিথি ছিলেন- বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃনুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা হাসনাত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কান্তি মজুমদার, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, নবনিযুক্ত চিকিৎসক ডাঃ মোঃ ওমর ফারুক, ডাঃসুদেষ্ণা চৌধুরী।

সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা হলেন, ডাঃ ফারহানা কাদেরী, ডাঃ অনিন্দিতা লোধ, ডাঃ সাদমান বিন মাহমুদ, ডাঃ প্রিয়তা দাশ হিমু, ডাঃ নাবিলা তাসমিম, ডাঃ আলী আজগর, ডাঃসুদীপা দত্ত, ডাঃ সুদেষ্ণা চৌধুরী, ডাঃ মোঃ কৌশিক জামান কাজল, ডাঃ রাজর্ষি নাগ, ডাঃ কামরুন নাহার,ডাঃ মোঃ ওমর ফারুক, ডাঃ রওশন জাহান।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, হাসপাতালে ১০ সিনিয়র/জুনিয়র কনসালটেন্ট এর মধ্যে শুধু মাত্র গাইনী কনসালটেন্ট ছাড়া ৯টি পদই খালি রয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সংশ্লিষ্ট সব পদের চিকিৎসকের পদ এখন পুর্ণ হয়েছে।

গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় করতে নতুন চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে অতিথিরা বলেন, নব্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা একজন ক্যাডার কর্মকর্তা হিসেবে তাদের সর্বোচ্চ দিয়ে মানুষকে সেবা দিয়ে থাকবে। একজন চিকিৎসক হিসেবে রোগীর সাথে সুন্দর ব্যবহার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। কারণ ভালো ও সুন্দর ব্যবহারে রোগীর ২০% সুস্থ হয়ে উঠে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত