চট্টগ্রাম ট্রিবিউন রিপোর্টঃ
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এই তথ্য জানান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী ছিল। সারাদেশে ৭ হাজার ৪৭০টি এবং দেশের বাইরে ৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মোট শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন এবং ছাত্রী ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।
আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ জন এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন।
দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৬১৫ জন।