বুধবার, আগস্ট ১৩, ২০২৫

রাঙ্গামাটির কাউখালী উপজেলা ঘাগড়া ইউনিয়ন হইতে অবৈধ অস্ত্র উদ্ধার

আপডেট:

মোঃ ইউসুফঃ
১৭ ডিসেম্বর রাত ১২ টার সময় কাউখালী উপজেলা ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি নামক স্থানে সেনাবাহিনী ও পুলিশে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত তরুণ কান্তি চাকমা ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকার মৃত নাগর চান চাকমার ছেলে এবং পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিজ্ঞাপন

কাউখালী থানার এসআই হাসান উদ্দিন জানান, রাঙামাটি জোনের মেজর মহিউদ্দিন এবং আমার নেতৃত্বে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃতর বিরুদ্ধে কাউখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্রে জানা যায়, তিনি পার্বত্য চুক্তি বিরোধী অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ প্রসিত গ্রুপের একজন উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত