কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা প্রশাসনের আওতায় ৮টি উপজেলায় কর্মরত কর্মচারীদের ব্যাপক রদবদল করা হয়েছে। এ খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভুক্তভোগীরা। জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।
হঠাৎ জেলা প্রশাসনের এমন পরিবর্তনের কারণে বিভিন্ন মোয়াক্কলের সাথে চুক্তিবদ্ধ বদলিকৃত এমন কয়েকজন কর্মকর্তা কর্মচারীরা চরম বেকায়দায় রয়েছে বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন ভূমি অফিসে রাজার হালতে চাকরি করা কর্মচারিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।কেহ কেহ বহাল তবিয়তে থাকার জন্য জোর তদবিরে নেমেছে বলে একটি গোপন সূত্র নিশ্চিত করেছে।
গত ৭ নভেম্বর বৃহস্পতিবার কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন তার কার্যালয়ের সংস্থাপন শাখার ১০৮.১৯.০০৪.১৯.৮০৫ নম্বর স্মারকে জারীকৃত এক অফিস আদেশে ৩২ জন কর্মচারীকে বদলী ও নিয়োগ দেন। তন্মধ্য ৮ উপজেলার ভূমি অফিসের মধ্যে থেকে ১৫ জনকে বদলী, ১২ নিয়োগ ও ৫ জনকে জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন জায়গায় বদলীর মাধ্যমে ব্যাপক পরিবর্তন করা হয়েছে।
এরা হলো, (১) রামু উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী,সজল ধর, (২ সদর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মোঃ শফিউল আলম, থেকে সদর উপজেলার ইউএনও এর কার্যালয়ে বদলী। (৩) সদর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী সুজন কান্তি ধর, (৪)পেকুয়া উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী শামশুল হুদা ছিদ্দিকী, (৫)রামু উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মোহাম্মদ হোছাইন, (৬) মিলন বড়ুয়া, অফিস সহকারী, চকরিয়া উপজেলা ভূমি অফিস থেকে রামু ইউএনও এর কার্যালয়ে বদলী। (৭) মোঃ সরওয়ার উদ্দিন, অফিস সহকারী, টেকনাফ উপজেলা ভূমি অফিস থেকে রামু ইউএনও এর কার্যালয়ে বদলী। (৮) শেখ আহমদ চৌধুরী, অফিস সহকারী, উখিয়া উপজেলা ভূমি অফিস থেকে মহেশখালী ইউএনও এর কার্যালয়ে বদলী। (৯) বিদ্যুৎ পাল, অফিস সহকারী, উখিয়া উপজেলা ভূমি অফিস থেকে কুতুবদিয়া ইউএনও অফিসে বদলী। (১০) নেপাল কান্তি দাশ, অফিস সহকারী, উখিয়া উপজেলা ভূমি অফিস থেকে পেকুয়া ইউএনও অফিসে বদলী। (১১) মুফিজুর রহমান, অফিস সহকারী, উখিয়া ভূমি অফিস থেকে চকরিয়া ইউএনও অফিসে বদলী। (১২) মৃদুল কান্তি দে, অফিস সহকারী, মহেশখালী উপজেলা ভূমি অফিস থেকে কুতুবদিয়া ইউএনও অফিসে বদলী। (১৩) শুধাংসু বিকাশ দে, অফিস সহকারী, মহেশখালী ভূমি অফিস থেকে মহেশখালী ইউএনও অফিসে বদলী। (১৪) নিতাই দাশ, অফিস সহকারী, কুতুবদিয়া ভূমি অফিস থেকে কুতুবদিয়া ইউএনও অফিসে বদলী। (১৫) মলয় পাল, অফিস সহকারী, পেকুয়া ভূমি অফিস থেকে কক্সবাজার সদর ইউএনও অফিসে বদলী। (১৬) কাঞ্চন দে, সাঁট মুদ্রাক্ষরিক, ইউএনও কুতুবদিয়ার অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এর গোপনীয় শাখার বদলী। (১৭) প্রিয়তোষ কুমার দে, অফিস সহকারী, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলে বদলী। (১৮) তুষার কান্তি রুদ্র, অফিস সহকারী, জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখা থেকে টেকনাফ ইউএনও অফিসে বদলী। (১৯) ম্রাসাইকো মারমা, সাটিফিকেট সহকারী, চকরিয়া ইউএনও এর অফিস থেকে রামু উপজেলা ভূমি অফিসে বদলী। (২০) সাহাব উদ্দিন, অফিস সহকারী, ইউএনও চকরিয়ার অফিস থেকে রামু উপজেলা ভূমি অফিসে বদলী। (২১) অতনু পাল, অফিস সহকারী, কক্সবাজার সদর ইউএনও অফিস থেকে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে বদলী। (২২) আবদুস ছালাম, অফিস সহকারী, উখিয়া ইউএনও অফিস থেকে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে বদলী। (২৩) চিন্তা হরণ নাথ, অফিস সহকারী, কুতুবদিয়া ইউএনও অফিস থেকে পেকুয়া উপজেলা ভূমি অফিসে বদলী। (২৪) রুবেল বড়ুয়া, অফিস সহকারী, কুতুবদিয়া ইউএনও অফিস থেকে পেকুয়া উপজেলা ভূমি অফিসে বদলী। (২৫) মংচেন ওয়াং, অফিস সহকারী, মহেশখালী ইউএনও অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় বদলী। (২৬) রীমা সুশীল তপু, অফিস সহকারী, পেকুয়া ইউএনও এর অফিস থেকে উখিয়া উপজেলা ভূমি অফিসে বদলী। (২৭) হাফেজ উদ্দিন, অফিস সহকারী, কক্সবাজার সদর ইউএনও অফিস থেকে উখিয়া উপজেলা ভূমি অফিসে বদলী। (২৮) নুপুর পাল, অফিস সহকারী, উখিয়া ইউএনও অফিস থেকে উখিয়া উপজেলা ভূমি অফিসে বদলী। (২৯) শিমুল কান্তি দে, অফিস সহকারী, মহেশখালী ইউএনও অফিস থেকে মহেশখালী উপজেলা ভূমি অফিসে বদলী। (৩০) হরিধণ দে, অফিস সহকারী, পেকুয়া ইউএনও অফিস থেকে মহেশখালী উপজেলা ভূমি অফিসে বদলী। (৩১) মোক্তার আলম, অফিস সহকারী, কুতুবদিয়া ইউএনও অফিস থেকে কুতুবদিয়া উপজেলা ভূমি অফিসে বদলী। (৩২) ধনঞ্জয় ধর, অফিস সহকারী, রামু ইউএনও অফিস থেকে চকরিয়া উপজেলা ভূমি অফিসে বদলী।
উল্লেখ্য গত ২৮ অক্টোবর মহেশখালী উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মোঃ আবদুর রহমানকে আড়াই লক্ষ টাকা সহ দুর্নীতি দমন কমিশনের হাতে ধরা পড়ার পরের দিন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। এক ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার গত ৬ নভেম্বর মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মারমাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে নোয়াখালীতে বদলী করে সেখানে নতুন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দেওয়া হয়।