জসিম উদ্দিন, টেকনাফঃ
টেকনাফের হ্নীলার লেদা লামার পাড়ায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১লাখ ৪৯হাজার ৭শ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।
১৭ নভেম্বর রাতের প্রথম প্রহর (সোয়া ১২টায়) র্যাব-১৫ এর টেকনাফ, সিপিসি-১ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলাস্থ পূর্ব লেদা লামার (পুচিঙ্গা পাড়া) পাড়ার মোঃ আবুল কাশেমের বাড়িতে অভিযানে গেলে চিহ্নিত কিছু মাদক কারবারী পালিয়ে যায়। পরে বাড়ি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ১লাখ ৪৯হাজার ৭শ পিস ইয়াবাসহ মোঃ রাসেলের স্ত্রী জুলেখা বেগম (২০) কে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৭কোটি ৪৮লক্ষ ৫০ হাজার টাকা।
এই ব্যাপারে ধৃত মহিলাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।