মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আজ ১৬ নভেম্বর শনিবার সকাল থেকে আনোয়ারা উপজেলার কওমি শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালিয়া ইসলামিয়া বিড় মাদরাসার ১১৮ তম বার্ষিক মাহফিল উপলক্ষ্যে মাদরাসার শিক্ষক মাওলানা কাওছার হামিদ ফেনবীর সঞ্চালনায় মাদরাসার সহকারী পরিচালক মাওলানা রেজাউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামিয়া মইনুল উলুম হাটহাজারী মাদরাসা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী।
সকালে ঢাকা থেকে হেলিকপ্টর যোগে একটি ঈদগাহ ময়দানে অবতরণ করে মাদরাসার ময়দানে সভাস্থলে সকালের উদ্দেশ্যে নসিহত ও দেশের মঙ্গল কামনার জন্য মোনাজাত করেন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন,প্রত্যেক মুসলমানের জন্য দরকার একজন পীর মাশায়েখের কাছে গিয়ে বায়্যাত গ্রহণ করা,আমাদের চার ইমামেরও পীর রয়েছে কারণ পীর মাশায়েখদের পথ অনুস্বরণ করলে আল্লাহ এবং রাসুল (সাঃ) পথ পেতে সহজ হয়,তিনি পাঁচ ওয়াক্ত নামাজ,জিকির,ওয়াযিফা পালন করার অনুরোধ জানান।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,জামিয়া দারুল হেদায়ার পরিচালক মাওলানা মুফতি আজীজুল হক আল মাদানি।
বিশেষ অতিথি ছিলেন জামিয়া মোজাহেরুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা লোকমান হাকিম,মাওলানা মোস্তফা নূরী,মাওলানা,আব্দুর রহমান জামিল, মুফতি আবুল হোসাইন,মাওলানা সোহেল সালেহ সহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ।