বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

৫ হাজার কোটি টাকার সম্পদ মাত্র ৫০ কোটি দিয়ে নিচ্ছে ওরিয়ন গ্রুপ

আপডেট:

৫ হাজার কোটি টাকার সম্পদ মাত্র ৫০ কোটি দিয়ে নিচ্ছে ওরিয়ন গ্রুপ
আবারও আলোচনায় হোটেল শৈবাল!

কক্সবাজারে পর্যটনের ১৩০ একর জমি নিয়ে গড়ে উঠা হোটেল শৈবালের ইজারা নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। ৫ হাজার টাকার সম্পদ মাত্র ৫০ কোটি টাকায় ছিনিয়ে নিতে তৎপর হয়ে উঠেছে ঢাকাভিত্তিক ওরিয়ন গ্রুপ।

বিজ্ঞাপন

এর অংশ হিসেবে ইতিমধ্যে পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা ও ওরিয়ন গ্রুপের কর্মকর্তারা গোপনে বৈঠক বসেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ৫ হাজার কোটি টাকার সম্পদ মাত্র ৫০ কোটি টাকার বিনিময়ে পাবলিক পার্টনারশিপের মাধ্যমে লিজ নিতে যাচ্ছে ওরিয়ন গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।

এমন খবরে ফুঁসে উঠে কক্সবাজারের সচেতন নাগরিক সমাজ। এই নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিসহ ওই চুক্তির বিরুদ্ধে একাধিক মিছিল সমাবেশ হয়েছে কক্সবাজার শহরে। তাই কক্সবাজারবাসীর চাপের মুখে পড়ে ওরিয়ন গ্রুপের সাইনবোর্ড পর্যন্ত ফেলে দেওয়া হয়। এরপর থেকে অনেকটা নীরব ছিল ওরিয়ন গ্রুপ। কিন্তু ভেতরে ভেতরে তারা ছিল সক্রিয়।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, বর্তমানে হোটেল শৈবালে যোগ দিতে আসা ম্যানেজার মুস্তাফিজুর রহমান ওরিয়ন গ্রুপের নিজস্ব লোক। শুধু তাই নয়, ওরিয়ন গ্রুপের লোকজনের সাথে নানাভাবে যোগাযোগ রাখার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

এদিকে কক্সবাজারে হোটেল শৈবাল ইজারা না দেওয়ার আন্দোলনে ক্ষমতাসীন দল থেকে শুরু করে নানা শ্রেণী ও পেশার লোকজন এককাতারে আন্দোলন করে আসছে। ওই সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে জানিয়েছিলেন, রক্ত দেবো তবুও শৈবাল ইজারা দিতে দেবো না।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত