শনিবার, আগস্ট ১৬, ২০২৫

কে জিতবে রাজকোটের ম্যাচ?

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ চিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফেরাতে চাইবেন কোহলিরা। তবে ওই ম্যাচে কে জিততে পারে সেই বিষয়ে ভবিষ্যদ্বানী দিয়েছে ক্রিকেট অ্যাডিকটর। চলুন জেনে নেয়া যাক কী বলা হয়েছে তাদের বিশ্লেষণে।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে খুব সহজেই চাপ সামলেছিলেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। ওই ম্যাচ জিতে বেশ চাঙ্গাভাবে রয়েছে বাংলাদেশ দল। সাকিব-তামিককে ছাড়া খেলতে গিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকলেও প্রথম ম্যাচে জয়ের মাধ্যমে যে আত্মবিশ্বাস টাইগারদের মধ্যে সৃষ্টি হয়েছে সেটা জিইয়ে রেখে তারা চাইবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে।
অন্যদিকে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে একাদশ বাছাই করতে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা চালানোর অংশ হিসেবে পরবর্তী ম্যাচেও কিছুটা পরিবর্তন আনছে ভারতীয় দল। তবে রাজকোটে যত ম্যাচ হয়েছে সেগুলোর ইতিহাস যা বলে সেই অনুযায়ী বেশ চিন্তার মধ্যেই থাকতে হচ্ছে তাদের। এই মাঠে মাত্র দুটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত।

বিজ্ঞাপন

এরমধ্যে ২০১৩ সালে এক টি-টোয়েন্টিতে ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়েছিল ভারত। এই মাঠে সর্বশেষ টি-টোয়িন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানে হেরেছে তারা।

বাংলাদেশ দলের চাঙ্গা ভাব ও সিরিজে এগিয়ে থাকায় আত্মবিশ্বাস, অন্যদিকে এই মাঠে ভারতে পরাজয়ের পরিসংখ্যান, একাদশে পরিবর্তন ও চাপে থাকার পরও অভিজ্ঞতা ও ঘরের মাঠের ম্যাচ বিবেচনা করে সামনের ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছে ওয়েবসাইটটি।
©সময় সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত