আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের সাজ্জাদানশিন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ) চট্টগ্রাম পৌঁছেছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী জশনে জুলুসে নেতৃত্ব দিতে তার সঙ্গে আরো এসেছেন শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মজিআ)।
গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার (৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে হুজুর কেবলা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এরপর তাকে নিয়ে আসা হয় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ শরিফে।