সোমবার, আগস্ট ১৮, ২০২৫

কক্সবাজার পৌরশহর টেকপাড়ায় স্টীল ফার্নিচার কারখানা আগূনে ভস্মীভূত

আপডেট:

কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার পৌরসভার টেকপাড়া এলাকার অপরাজিতা মহিলা হোস্টেলের দক্ষিণ পার্শ্বে বাগদাদ স্টীল ফার্নিসার তৈরির কারখানায় আগুন লেগে ৩ টি টিনসেড সেমিপাকা বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে মালামাল সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন মালিকপক্ষ।

গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ওই কারখানা থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে। পুড়ে যাওয়া ঘরগুলোর মালিক মরহুম এডভোকেট মোহাম্মদ আলীর পুত্র মোহাম্মদ বোরহান উদ্দিন। তিনি জানান বাগদাদ স্টীলের মালিক খোরশেদ আলমকে ঘর ৩ টি ভাড়া দেওয়া হয়েছিল। তার কারখানার বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছে উক্ত বাড়ির মালিক বোরহান উদ্দিন।

বিজ্ঞাপন

আগুন লাগার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাড়ির মালিক বোরহান উদ্দিন ফায়ার সার্ভিসের লোকজন বিলম্বে এসেছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের লোকজন কোন মন্তব্য করতে রাজি হননি। ভাড়াটিয়া খোরশেদ আলম অনুমোদনবিহীন এ কারখানায় স্টীল ফার্নিসার ও স্টীলের সামগ্রী তৈরী করে নিজের বিভিন্ন শো রুম এবং অন্যের মালিক।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত