রবিউল হোসেন,
চটগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বন্দর-পতেঙ্গার এলাকাবাসী।
গত শুক্রবার (২৫শে অক্টোবর) কর্ণফুলী ইপিজেডের সামনে পতেঙ্গার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা পতেঙ্গায় সরকারি হাসপাতাল নির্মাণের জোর দাবি তুলে ধরে বলেন, ‘আমাদের এলাকা নগরীর একেবারে দক্ষিনে হওয়ায় আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এই এলাকাবাসীর শারীরিক অসুস্থতার জন্য ছুটতে হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে। কিন্তু পতেঙ্গা থেকে চমেক হাসপাতালের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার, আর বন্দর-পতেঙ্গা একটি ব্যস্ততম এলাকা হওয়ার ফলে যানজট সমস্যাও থাকে। অনেক প্রসূতির শারীরিক সমস্যা দেখা দিলে কিংবা বাচ্চা প্রসবের জন্যও চমেক হাসপাতালে যেতে হয়। দূরত্ব বেশি হওয়ায় অনেক প্রসূতি ইতোমধ্যে হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন এমন নজির ও রয়েছে।’
তাই আর যেন এই এলাকার কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পতেঙ্গা ইপিজেড এলাকায় একটি সরকারি হাসপাতাল তৈরির জোর দাবি জানান বক্তারা।
৪০নং ওয়ার্ড আওয়ামিলীগ নেতা ফরিদুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাউন্সিলর ও ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আহাম্মদ চৌধুরী, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এনএম ইসলাম, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া, ওসি (তদন্ত) মো. হারুন, ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, ওয়াহিদ চৌধুরী, ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী, ৩৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা জাবেদুল ইসলাম শিপন, ইস্টার্ন কেবলস সিবিএ সভাপতি মো ইদ্রিস, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সভাপতি মো. ইকবাল, জাহেদুল ইসলাম দুর্লভ, বেলাল হোসেন, মো মঞ্জুর ইসলাম, নাদিরা সুলতানা হেলেন, পুস্প, মো. মমতাজ, আজাদ হোসেন, জাসেদ, ইমতিয়াজ চৌধুরী বীরু, আবু সাঈদ, আদর, হিমেল, রাশেদ,ইমন, সবুজ, মনা, কামাল, বাপ্পি ও জনি।