রবিবার, আগস্ট ১৭, ২০২৫

জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস উপলক্ষে সন্দ্বীপে বিভিন্ন কর্মসূচী পালন

আপডেট:

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ:
সকলের হাত পরিছন্ন থাক এবং সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন- এই শ্লোগান নিয়ে আজ ২৪ অক্টোবর জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস অক্টোবর ২০১৯ উপলক্ষে সন্দ্বীপে বর্নাঢ্য রেলী, আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কতৃক আয়োজিত রেলীটি সন্দ্বীপ উপজেলার মুল সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হুদা।

বিজ্ঞাপন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রবিন সরকারের উপস্থাপনায় মাসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন -উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম,সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ শেখ শরিফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, শিক্ষা কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন,এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত