এম এ সাত্তার,
কক্সবাজার ডিসি অফসের ভূমি অধিগ্রহণ (এল এ) শাখায় অভিযান চালিয়ে চিহ্নিত ৫ দালালকে আটক করা হয়। এদের প্রত্যককে ভ্রাম্যমান আদালত ১ মাস করে সাজা প্রদান করেছে।
সুত্রে জানা যায় আজ ১৫ অক্টোবর বিকাল ৩ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর এর নেতৃত্বে এল এ শাখায় অভিযান চালানো হয়। ধৃত দালালেরা সব সময় এ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিকট প্রভাব বিস্তার করে আসছিল। তাদের এমন কার্যকলাপের কারণে অত্র অফিসের কর্মচারীদের কাজের ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এ অফিসে অভিযান চালিয়ে ৫ জন চিহ্নিত দালালকে গ্রেপ্তার করে। ধৃতদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাস করে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর।
সাজাপ্রাপ্তরা হচ্ছে মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের আন্দারঘোনা এলাকার মৃত আব্দুস সমদ এর পুত্র মো আব্দুল নুর, জাগিরঘোনা এলাকার আবুল কাশেম এর পুত্র খোরশেদ আলম, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মালভিটা এলাকার নুরুল ইসলামের পুত্র আলাউদ্দিন, বালুকিয়া পালং এলাকার মোঃ কাশেম এর পুত্র এসএম দিদারুল আলম, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার শফিকুল ইসলাম এর পুত্র আমান উল্লাহ। অভিযান চলাকালীন সময়ে চিহ্নিত আরো কয়েকজন কৌশলে পালিয়ে গেছে বলে জানা যায়।
সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ শাখায় একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় ভাবে কাজ করছে। এ সিন্ডিকেটে সর্ব শ্রেণী পেশার মানুষ জড়িত। এমনকি এ অফিসের কর্মকর্তা কর্মচারীরাও সরাসরি জড়িত। বিভিন্ন দালালদের সাথে এদের সংশ্লিষ্টতা চোখে পড়ার মতো। যার কারণে দিনের পর দিন জমির প্রকৃত মালিকেরা বারবার ক্ষতিগ্রস্ত ও ব্যাপক হয়রানীর শিকার হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।