বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

কক্সবাজারে স্বপ্নজাল কর্তৃক সমুদ্র সৈকতে পরিচ্ছন্ন অভিযান

আপডেট:

কক্সবাজার প্রতিনিধি,
বিশ্বের দীর্ঘতম সমূদ্র সৈকত ও বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্থান গুলোর অন্যতম হলো কক্সবাজার সমুদ্র সৈকত। যার একপাশে রয়েছে পাহাড় ও অন্য পাশে সমুদ্রের অপরূপ সৌন্দর্য্যের এক মিলন মেলা। তা যেন মহান আল্লাহ তায়ালা এই এলাকার মানুষের জন্য অশেষ নিয়ামত হিসাবে দিয়েছেন।

এই প্রকৃতির সৌন্দর্য্যের মুগ্ধ হয়ে প্রায় সারা বছরেই হাজার হাজার দেশী-বিদেশী পর্যটক এই কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে আসেন। ভ্রমণ পিপাসুরা আসার সময় যে খাদ্য পানীয় সঙ্গে নিয়েই আসেন তা ভক্ষণ করে ইচ্ছায় বা অনিচ্ছায় সৈকতের বিভিন্ন জায়গায় চিপসের খালি প্যাকেট, বাদামের কোসা, পেপসি, কোকাকোলা বা মিনারেল ওয়াটারের খালি বোতল, ডাবের খোসা ইত্যাদি ফেলে চলে যায়। তার কারণে সমুদ্র সৈকতের সৌন্দর্য অম্লান দেখা যায়। এর সাথে গত ০৮/১০/২০১৯ ইং শারদীয় দূর্গা পূজার প্রতিমা বিসর্জন দেওয়ার পর কক্সবাজার সৈকত সৌন্দর্য্যে একেবারে হারিয়ে যায়। তাই এই ঐতিহ্যবাহী স্থানকে মনোমুগ্ধকর করতে “সমুদ্র সৈকত পরিস্কার পরিচ্ছন্ন রাখি, দেহ মন সুস্থ থাকি”এই স্লোগানে স্বপ্নজাল কর্তৃক আয়োজিত সমুদ্র সৈকত পরিস্কার অভিযান ২০১৯ এ অংশগ্রহণ করা স্বেচ্ছাসেবী সংগঠন হলো কক্সবাজার ব্লাড ডোনেটিন ক্লাব, রোটারেক্ট ক্লাব অব সৈকত, হেড ফর এডুকেশন, ডিফারেন্ট এবল ফাউন্ডেশন, তারুন্যের বায়ান্ন। তার সাথে প্রতিষ্ঠানের মধ্যে অংশ গ্রহণ করেন, আইডিয়াল প্রিন্টার্স, রেডিয়ান ফিস ওয়াল্ড।

বিজ্ঞাপন

উক্ত প্রোগ্রামে সার্বিক সহ যোগিতায় ছিলেন বিচ মেনেজম্যান্ট , কক্সবাজার পৌরসভা এবং টুরিস্ট পুলিশ। এতে অন্তত শতাধিক সেচ্ছাসেবী কর্মীর মাধ্যমে প্রায় ৪৫০ প্রতিমা বিসর্জনের খড়ের স্তুপ পরিস্কার করা হয়।

উপস্থিত ছিলেন স্বপ্নজালের প্রতিষ্ঠাতা পরিচালক মো শাকির আলম, হেন্ড ফর এডুকেশন এর পরিচালক মিনহাজ, রোটারেক্ট ক্লাব অব সৈকত এর সভাপতি সুমন, ডিপারেন্ট এবল ফাউন্ডেশন এর প্রোগ্রাম পরিচারক আবদুর রহিম, তারুন্যের বায়ন্নের পরিচারক দিপেন দাশসহ অন্যান্য প্রমুখ।, ভারতের সমুদ্র সৈকতে লোক দেখানো ময়লা আবর্জনা পরিষ্কার করছে নরেন্দ্র মোদির।

বিজ্ঞাপন

আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা পরিষ্কার করছে কিছু উদ্যমী যুবক। অর্থাৎ দেশপ্রেম ঈমানের অঙ্গ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত