কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবন থেকে মোহাম্মদ তারেক (২১) নামে হাত-বাঁধা অবস্থায় ইজিবাইক (টমটম) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ১২ অক্টোবর সকাল ১০ টার দিকে কক্সবাজার শহরে কবিতা চত্বরের পাশে ঝাউবন থেকে হাত পা বাধা অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করা হয়। লাশটি শহরের পশ্চিম বাহারছড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে মোঃ তারেক বলে চিহ্নিত করেছেন স্থানীয়রা।
সূত্রে জানা যায়, তারেক কক্সবাজার শহরে নিয়মিত টমটম (ইজিবাইক) চালাতেন। সে খুন হওয়ার পর থেকে তার টমটমটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারেকের পিতা আমিরুল ইসলাম জানান, তার সন্তানকে দুর্বৃত্তরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করেছে। এ হত্যাকাণ্ডের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মোহাম্মদ ইয়াছিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের চোখে ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাছাড়া তার হাত- পা বাঁধা ছিল। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।