এম এ সাত্তার:
গত ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় রামুর বাকখাঁলী নদীতে উদ্বোধন করা হয় গ্রাম বা্ংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৯।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার ৩ (কক্সবাজার সদর ও রামু) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম, রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, ওসি তদন্ত রামু থানা এস এম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, ক্রীড়া সংগঠনক গিয়াস উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য যে, এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় কক্সবাজার সদর, রামু ও চকরিয়ার ২৬ টি নৌকা দুটি বিভাগে অংশ নিচ্ছে। ‘‘ক” বিভাগে অংশগ্রহণকারী দল সমূহ হলো ১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার, উত্তর চাকমারকুল যুব উন্নয়ন সংস্থা, চাকমারকুল, রামু, গর্জনিয়া বাকঁখালী একাদশ,পূর্ব বোমাংখিল, গর্জনিয়া, রামু, খোন্দকার পাড়া একতা যুব সমাজ, ফতেখাঁরকুল, রামু। চাকমারকুল, কলঘর বাজার, রামু। নওজোয়ান সমিতি পূর্ব রাজারকুল, রামু। ইদ্রিস মাঝি খেলোয়াড় একাদশ, দেয়াংপাড়া, রাজারকুল, রামু। মোহাম্মদ, অফিসের চর, ফতেখাঁরকুল, রামু। পূর্ব খরুলিয়া স্মৃতি ফলক, ঝিলংজা, কক্সবাজার। লম্বরী পাড়া কমিটি, ফতেখাঁরকুল, রামু। সোনার বাংলা খেলোয়াড় একাদশ, পূর্ব মনিরঝিল, কাউয়ারখোপ, রামু। ভাই ভাই সমিতি, পশ্চিম নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু এবংু মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-২, রামু।‘‘খ” বিভাগে অংশগ্রহণকারী দলসমূহ হলো
আশরাফুজ্জামান মাঝি, ১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার। আবুল কালাম মেম্বার ও সৈয়দুল হক, জিনেরা ঘোনা, দঃ মিঠাছড়ি, রামু। ভাই ভাই কমিটি, উত্তর ফতেখাঁরকুল, রামু। যৌথ বাহিনী, আশকরখিল, জোয়ারিয়ানালা, রামু। দারুচ্ছালাম, পূর্ব রাজারকুল, রামু। নৌকা বাইচ টীম, নয়াপাড়া, রাজারকুল, রামু। পি.এম. খালী ক্রিড়া সংঘ, মহসনিয়া পাড়া, কক্সবাজার। পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল একতা সংঘ, রামু। মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-১, রামু। নতুন বাহিনী তালেব মেম্বার, নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু। শাহমদের পাড়া একাদশ, উত্তর চাকমারকুল, রামু। ইয়াং টাইগার স্পোটিং ক্লাব, শ্রীমুরা, উত্তর চাকমারকুল, রামু এবং কামাল শামশুদ্দিন প্রিন্স, চেয়ারম্যান, জোয়ারিয়ানালা ইউপি, রামু।
আয়োজক কমিটি জানান রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার ২য় দিনের খেলা আগামী ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে বলে জানান।