টেকনাফ প্রতিনিধি:
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করতে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম (এনডিসি, পিএসসি) সেন্টমার্টিন পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টা নাগাদ বর্ডারগার্ড বাংলাদেশ এর বিশেষ হেলিকপ্টার যোগে সফর সঙ্গীসহ সেন্টমার্টিন পৌঁছেন। এসময় টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন ও অপস অফিসার মেজর রুবাইয়াত বিজিবি
মহাপরিচালককে অভ্যর্থনা জানান। এরপর তিনি বিশেষ নিরাপত্তায় মোটর সাইকেল যোগে দ্বীপের সম্ভাব্য সীমান্ত চৌকির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দুপুর বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের সাথে এক প্রেস কনফারেন্সে কথা বশেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা ছিল। পরবর্তীতে ১৯৯৭ সালের শেষ নাগাদে তাদের সরিয়ে আনা হয়। সেই থেকে দ্বীর্ঘ ২২ বছর সেন্টমার্টিন দ্বীপ ব্যতিত দেশের প্রত্যেক সীমান্তে বিজিবি নিরাপত্তায় নিয়োজিত রয়ে…