বোয়ালখালী প্রতিনিধি:
উপজেলা প্রশাসন বোয়ালখালী কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ২০১৯ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার ভূমি একরামুল ছিদ্দিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোকাররম চেয়ারম্যান, উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খান, উপজেলা কৃষি অফিসার ও টুনামেন্ট কমিটির সদস্য সচিব কৃষিবিদ আতিক উল্লাহ, চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ, কাজল দে চেয়ারম্যান, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিশ্বিৎ বড়ুয়া, বোয়ালখালী থানার এস আই মোঃ কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল মোকাররম, মোঃ হারুন, আকুবদন্ডী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, নাঈম উদ্দিন, পোপাদিয়া ইউপি সচিব আহমদ আলী ফয়েজী, চরণদ্বীপ ইউপি সচিব কামরুল হাসান তালুকদার, আমুচিয়া ইউপি সচিব মিল্টন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল, মোঃ টিপু চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় শাকপুরা ইউনিয়ন ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে শাকপুরা ২-০ গোলে বিজয়ী হন। টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় সারোয়াতলী ইউনিয়ন পরিষদ ১-০ গোলে পোপাদিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন জেলা রেফারী সমিতির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন টিপু।
টুর্ণামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ১০টি দল খেলায় অংশগ্রহণ করেছে।