পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অাজ শনিবার সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।
এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, কৃষি দপ্তরে এমপির প্রতিনিধি আজিমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপ সহকারী কৃষি অফিসার আশিষ কুমার দাশের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, খায়ের আহমদ, রূপন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান।