পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল অারোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া ভেল্লাপাড়া ব্রীজের পশ্চিম পাশে চট্টগ্রাম শহর হতে বাড়ির দিকে অাসা দুই জন মোটরসাইকেল অারোহী বিপরীত দিক থেকে অাসা পটিয়ার অাল্লারদান(চট্রগ্রাম জ-০৫-০০২০) নামের একটি লোকাল বাস ওভার টেক করতে গিয়ে জোরে ধাক্কা লাগার সাথে সাথে মোটরসাইকেল অারোহী দুই জন ছিটকে পড়ে যায় খাদে।
এসময় উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোঃজাহেদ(১৭) রাত পৌনে নয়টার দিকে মৃত্যু বরন করেছে। অাহত অপর বন্ধু জনি নগরীর সিএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা মোঃ হোসেন বাদি হয়ে কর্ণফুলী থানায় মামলা রজু করেছে।
নিহত জাহেদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের হোসেনের পুত্র।
নিহতের লাশ এখনো চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এব্যাপারে কর্ণফুলী থানার উপ-পরিদর্শক কার্তিক চন্দ্র পাল জানান, ৪ ঠা অাগষ্ট বুদবার বিকাল পাঁচটার দিকে ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় মোটরসাইকেল ও বাসের সংর্ঘষে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে অামরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি ও ড্রাইভারকে অাটক করি। গুরতর অাহত দুই জনকে স্হানীয়দের সহায়তায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি। রাত পৌনে নয়টার দিকে জাহেদ নামের একজনের মৃত্যু হয়েছে। অপর জন বেশি গুরতর হওয়ায় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছে।