আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মোল্লা (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বাদশা মোল্লা সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের বাসিন্দা।
শনিবার (৩১ আগস্ট) ভোরে তিনি মারা যান।
পার্কভিউ হাসপাতালের স্পেশাল ইউনিট ইনচার্জ আরাফাত জানান, বাদশা ২২ আগস্ট হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। শনিবার ভোরে তিনি মারা যান।