মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফঃ
কক্সাবাজার-টেকনাফ সড়ক রোহিঙ্গা আসার পর থেকে মানবতার সড়ক নামে খ্যাত। রোহিঙ্গা ইস্যুতে যানবাহনের চাপ বাড়ার কারণে গত দুই বছরে এই সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। তাতে দুর্ঘটনা যেমন বেড়েছে তেমনি দীর্ঘ যানজটে নাকাল মানুষ। ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার গাড়ি। তবে দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন কাজ চললেও শেষ হওয়ার যেন লক্ষণ নেই।
কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সড়কের দৈর্ঘ্য ৭৯ কিলোমিটার। দুই বছর আগেও এই সড়কের অবস্থা ছিল ভাল। তবে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়ার পর থেকে শুরু হয় এই সড়কের দৈন্য দশা। কেননা রোহিঙ্গাদের জন্য শত শত ত্রানবাহী ট্রাক চলাচলের কারণে সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ফলে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। সেইসাথে যানজটে ঘন্টার পর ঘন্টা নাকাল হওয়ার দৃশ্যতো নিত্যদিনের। সড়কের বেহাল দশার কারণে চরম দুর্ভোগে উখিয়া ও টেকনাফবাসী।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও। গত দুই বছরে এই সড়কে দুর্ঘটনায় মারা গেছে অর্ধশতাধিক মানুষ। অবশ্য দ্রত এই সড়কের কাজ শেষ করতে মন্ত্রী পরিষদ সচিব নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।