পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে নবাগত ও বিদায়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি স্বপন নাথ, সাধারণ সম্পাদক দিল মো: সানির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, বক্তব্য রাখেন নবাগত শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, বিদায়ী শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা মহিউদ্দীন আলমগীর, সানাউল্লাহ কাউছার, বিজেন ধর, রুপাঞ্জী ধর, সমিতির নেতৃবৃন্দের মধ্যে নাজমুন নাহার, সেলিম উদ্দীন, হারুনুর রশিদ, প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাগর চৌধুরী। এতে অনুষ্ঠানের শুরুতে পটিয়া থেকে বার বার নির্বাচিত এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষা জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এ শিক্ষা কার্যক্রমের সাথে যারা জড়িত তারা নিঃসন্দেহে প্রকৃত মানুষ গড়ার কারিগর। তারাই যে কোন মানুষের শিক্ষা জীবনের ভিত গড়ে দেয়। তাই এই শিক্ষা কার্যক্রমকে মানসম্মত ভাবে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। এতে শিক্ষা কার্যক্রমে যে কোন ধরনের দুর্নীতি, অনিয়ম বন্ধ করে শিক্ষকদেরকে পাঠ দানে সময় ব্যয় করার আহ্বান জানানো হয়। নবাগত শিক্ষা কর্মকর্তা তার অফিসকে শতভাগ দুর্নীতি মুক্ত করার ঘোষনা দিয়ে বলেন, কোন শিক্ষককে অপ্রয়োজনে শিক্ষা অফিসে আসতে হবে না।