সোমবার, আগস্ট ১৮, ২০২৫

পটিয়ায় আগুনে ৫টি বসত ঘর ভস্মীভূত।

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় আগুনে পুড়ল ৫টি বসতঘর। বুধবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নং ওয়াডের পশ্চিম বারৈকাড়া পোস্ট মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে মোঃ ছৈয়দের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এসময় চারটি বেড়ার ঘর ও একটি চেমিপাকা ঘর আগুনেে পুড়ে যায়। ক্ষতিগ্রস্হ পরিবার গুলো হলেন মোঃ ছৈয়দ, অামিনুর রহমান,মাহমুদুর রহমান, অাবু সিদ্দিক ও মোঃ অাইয়ুবের পরিবার। এতে ক্ষয়তির পরিমান অানুমানিক ৫ লক্ষ টাকা ধরা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত