শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট:

ডেস্ক রিপোর্ট,
মাননীয় পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসি কোতোয়ালী জোন মহোদয়ের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃর্ত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রোবেল আফ্রাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া গত ২৬/০৬/২০২৫ ইং তারিখে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে লাঠিসোটা ও ইটপাটকেল দ্বারা সন্ত্রাসী কর্মকান্ড সৃষ্টিকারী আসামী শিবু দাশগুপ্ত (৩৫) পিতা-দুলাল দাশ গুপ্ত ৥ দোদুল দাশ, মাতা- মুন্নি দাশগুপ্ত ৥ মিনু দাশ, সাং-জামাখান লিচু বাগান, চৌধুরী বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম’কে অদ্য ২৬/০৬/২০২৫ ইং তারিখে কোতোয়ালী থানার মামলা নং-১৪, তাং-১০/১১/২০২৪, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন, ১৯০৮ এর ৩/৪ এবং কোতোয়ালী থানার মামলা নং-৪১, তারিখ-২৫/১০/২০২৪ ইং, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড-১৮৬০ মূলে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক। উক্ত আসামী গত জুলাই-আগস্ট-এ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জন সাধারণের ক্ষতি করার লক্ষ্যে ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হইয়া হাতে লাঠিসোটা, ইট-পাটকেল নিয়া সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে উক্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। উল্লেখিত আসামীকে অভিযান পরিচালনা করিয়া ইং ২৬/০৬/২০২৫ তারিখ কোতোয়ালী থানাধীন জামালখান এলাকা হইতে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত