সায়েম মাহমুদ,
পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মৌলভী হাট এলাকায় ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক মানের দ্বীনি প্রতিষ্ঠান “আল–মানারাত ইন্টারন্যাশনাল একাডেমী’র” উদ্বোধন হয়েছে।
গতকাল ১৫ নভেম্বর (শুক্রবার), বিকেল ০৪ টায়, হাজী আলম মার্কেটে (২য় তলা) একাডেমীর অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে একাডেমীর উদ্বোধন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
আল–মানারাত ইন্টারন্যাশনাল একাডেমী’র প্রতিষ্ঠাতা সদস্য জনাব সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.আই.এ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাফওয়ান বিন হারুন আল আযহারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া বায়তুশ শরফ জামে মসজিদের খতিব জনাব মাওলানা সারওয়ার হোসাইন রাশেদী এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মুহাম্মদ হাজী নুর আলম সওদাগর।
আল–মানারাত ইন্টারন্যাশনাল একাডেমী’র প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মহিউদ্দীন মুকুল বলেন, “আন্তর্জাতিক মানের কিছু হাফেজ তৈরী করা আমাদের অন্যতম লক্ষ্য। আমাদের শিক্ষার্থীরা শুধু বাংলা ও ইংরেজী ভাষা নয়; আরবি ভাষা–সাহিত্যেও দক্ষতা অর্জন করবে।”
“প্রাথমিকভাবে প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত একাডেমীর কার্যক্রম শুরু হলেও ক্রমান্বয়ে উচ্চতর শ্রেণী পর্যন্ত কার্যক্রম পরিচালিত হবে”–বলে মাদ্রাসা সূত্রে জানা যায়।
আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ে একাডেমী পরিচালনার গুরুত্ব নিয়ে অতিথিবৃন্দ আলোচনা করেন।