বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

স্থবিরতা কাটিয়ে পূর্ণ প্রশাসনে উদ্ভাসিত চবি

আপডেট:

নাফিউল ইকবাল, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার। আদর্শবান এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে বেশ পরিচিত তিনি।  গণতন্ত্র ও নির্বাচন নিয়ে তার বহু গবেষণা ও লেখালেখি রয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার পর ছাত্রবান্ধব শিক্ষক হিসেবে তিনি প্রশংসা কুড়িয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীদের। তাঁর গবেষণার মূল ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে সমসাময়িক রাজনীতি, দুর্নীতি, ধর্ম, নির্বাচন এবং রাজনৈতিক সংস্কৃতি। তিনি দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে স্যারের হাত ধরে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে শতভাগ আমাদের প্রচেষ্টা থাকবে বলে জানান ড.তানভীর। এছাড়াও  ৫ জন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মানজুরুর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সাঈদ বিন কামাল চৌধুরী এবং ইতিহাস বিভাগের প্রভাষক মো. নুরুল হামিদ। এর পশাপাশি আগামী এক বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৪টি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে চবি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সর্বশেষ, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রোভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন। এছাড়াও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানকে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (অ্যাকাডেমিক) পদে নিয়োগ দেয়া হয়েছে।

পুনশ্চ পূর্ণ প্রশাসন থাকার পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হলগুলোতে অ্যালটমেন্ট কার্যক্রম শুরু হয় নি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত