বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

আনোয়ারায় এক রাতে হাতির আক্রমণে দুইজন ব্যাক্তির মৃত্যু

আপডেট:

জয়নাল আবেদীন, আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারা ১নং বৈরাগ ইউনিয়ন, গুয়াপঞ্চক দেয়াং বাজারে পশ্চিম পাশে গুচ্ছ গ্রামের মো:দোলাল (৬০)নামে এক ব্যাক্তি হাতির আক্রমণে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পর মারা যায়,

বিজ্ঞাপন

সাকিব হাসান বাদল নামে এক ব্যক্তির সামনে এই ঘটনা ঘটে, তিনি বলেন দোলাল নামে ব্যাক্তিটি তার নিজের ঘরের সামনে দাঁড়িয়ে ছিল হঠাৎ করে হাতিটি এসে তাকে আক্রমণ করে এবং সে বাচাঁর চেষ্টা করলে তার পেটের জুলা পর্যন্ত বের করে ফেলে হাতিটি ,তখন তাকে গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন মেডিকেলে নিয়ে যায়,এবং মেডিকেলে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়,

অপরদিকে পূর্ব বৈরাগ ৮নং ওয়ার্ডে রাত ১০টার দিকে এলাকায় একসাথে তিনটা হাতি প্রবেশ করে, ঐ এলাকার বাসিন্দা মোহাম্মদ আকতার এর স্ত্রী রেহেনা আক্তার (৩৫)রাত ১:৩০ এর দিকে বন্যা হাতি দেখতে বের হলে তখনই পেছন থেকে একটা হাতি এসে তাকে গুরুতর আঘাত করে জমিতে ফেলে দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন,

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত