বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

সীতাকুণ্ডে ইভটিজিং প্রতিরোধে ছাত্র সমাজের অবস্থান কর্মসূচি

আপডেট:

নাজমুল হাসান, সীতাকুণ্ড:

সীতাকুণ্ডের কুমিরায় ইভটিজিং প্রতিরোধে ছাত্র সমাজের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

কুমিরা ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী শিক্ষার্থীরা বখাটেদ্বারা প্রতিদিন ইভটিজিং এর শিকার হচ্ছে। এর প্রতিবাদে রোববার বিকালে উপজেলার কুমিরায় ইভটিজিং কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র সমাজ।

কর্মসূচী পালনকালে বক্তারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ছুটির সময়ে বাখাটেদের উৎপাত বন্ধ এবং ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থার দাবী জানান। দণ্ডবিধি আইন, ১৮৬০-এর ৫০৯ ধারায় ইভটিজিং সম্পর্কে বলা হয়েছে- যদি কোনো কোনো ব্যক্তি কোনো নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে সে নারী যাহাতে শুনিতে পায় এমনভাবে কোনো কথা বলে বা শব্দ করে কিংবা সে নারী যাহাতে দেখিতে পায় এমনভাবে কোনো অঙ্গভঙ্গি করে বা কোনো বস্তু প্রদর্শন করে, কিংবা অনুরূপ নারীর গোপনীয়তা অনাধিকার লঙ্ঘন করে, তাহা হইলে সেই ব্যক্তি এক (১) বৎসর পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে কিংবা অর্থদণ্ডে কিংবা উভয় দণ্ডেই দণ্ডিত হবে।এমন আইন থাকলেও বাস্তবে তা প্রয়োগ না হওয়ার ফলে দিন দিন ইভটিজিং এর ভয়াবহতা বেড়েই চলছে।এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান ছাত্র সমাজ।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন কুমিরা ছাত্র সমাজের মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ জাহেদ হাসান, আহমেদ নাজিম, মোঃ তৌহিদুর ইসলাম, এস.এইচ নোমান, মোঃ সাব্বির, মোবাশির, ইমতিয়াজ, মোঃ বেলাল হোসেন, ছোটন, মোঃ ইমরান হোসেনসহ বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত