মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনে রাঙ্গুনিয়ার চার প্রার্থী।

আপডেট:

ফাহিম শাহরিয়ার, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
আগামী রবিবার (২৯ মে) চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা দেন কেন্দ্রীয় যুবলীগ। তাই সম্মেলনকে ঘিরে বেড়েছে পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। দীর্ঘ সময় পর সম্মেলনের তারিখ ঘোষনা হওয়ায় নেতা কর্মীদের মাঝেও বিরাজ করছে বেশ উৎসাহ-উদ্দীপনা।
এবারের চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনে রাঙ্গুনিয়া উপজেলা হতে যারা প্রার্থী হয়েছেন তারাও ব্যস্ত সময় পার করছেন লবিং তদবিরে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনে সভাপতি পদে রাঙ্গুনিয়া হতে কেউ প্রার্থী নাহ হলেও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে রাঙ্গুনিয়া উপজেলা হতে আছেন উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য শেখ ফরিদ উদ্দিন চৌধুরী,উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম ও রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদার।

বিজ্ঞাপন

সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে শীর্ষ পদ নিজেদের দখলে রাখতে পদ প্রত্যাশীরা যে যার অবস্থান থেকে তদবির করে যাচ্ছেন।

তবে দলটির কেন্দ্রীয় সূত্র চট্টগ্রাম ট্রিবিউনকে জানায়,
যোগ্যতায় যারা এগিয়ে থাকবেন-তারা যুবলীগের শীর্ষ পদের দ্বায়িত্ব পাবেন।সেক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি নিবেদিতরাই দ্বায়িত্বে আসবেন।বিতর্কিতরা কোনোভাবেই যেন পদে আসতে না পারে, সে বিষয়ে সজাগ রয়েছে কেন্দ্রীয় কমিটি। সভাপতি পদের জন্য ৯ জন ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ২২ জন আবেদন জমা দিয়েছেন। এসব আবেদন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই শেষ করেছেন দায়িত্বপ্রাপ্তরা।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের একজন সাবেক দায়িত্বশীল কর্মী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলায় আওয়ামী লীগের কঠিন দুঃসময়ে সমগ্র উত্তর চট্টগ্রামের প্রতিটা উপজেলায় জামায়াত-শিবির, বিএনপি ও সাম্প্রদায়িক গোষ্ঠির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার অভিজ্ঞতা আমার রয়েছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামের যুব রাজনীতিকে আরে সুসংগঠিত করতে চাই। আশা করছি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালনকালে আমার লড়াই সংগ্রামের ভূমিকাকে দলের নীতি নির্ধারকরা অবশ্যই মূল্যায়ন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত