বুধবার, আগস্ট ১৩, ২০২৫

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ইউপিডিএফ’র শীর্ষ সন্ত্রাসী নিহত।

আপডেট:

রাঙ্গামাটি বাঘাইছড়িতে ইউপিডিএফ’র শীর্ষ সন্ত্রাসী নিহত।

রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে সেনাবাহিনীর গাড়ী লক্ষ করে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ার। এসময় সন্ত্রসীদের ব্রাশ ফায়ারে সেনাবাহীনীর গাড়ীর সামনের গ্লাস ও বাটনার ক্ষতিগ্রস্ত হয় এবং এসময় ঘটনাস্থলেই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের শীর্ষ সন্ত্রাসী শান্তিময় ওরোফে সুমন লাকীবাপ(৪০) চাকমা নিহত হয়েছে।

বিজ্ঞাপন

এসময় নিহত সুমন চাকমার কাছ থেকে দুইটি পিস্তল উদ্ধার করা হয়। শুক্রবার সকাল ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রেতকাঠা মুখের দুপথা নামক এলাকায় এইঘটনা ঘটে। সেনা সুত্রে জানানো হয়, ইউপিডিএফ’র সন্ত্রাসীরা বাঘাইহাট দুপতা নামক এলাকায় চাঁদা আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোনের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযানে গেলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রসীরা সেনাবাহিনীর গাড়ী লক্ষ করে গুলি ছুড়তে থাকে তাৎক্ষণিক সেনাবাহিনী সরকারি সম্পত্তি ও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে এসময় উভয় পক্ষের মাঝে ৫-৬মিনিট গুলিবিনিমিয় হয় এবং এক পর্যায়ে সন্ত্রাসী দলটি পিছু হটে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলেই সন্ত্রসীদলের একজন নিহত হয়। এবিষয়ে সাজেক থানার ওসি ইসরাফিল বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠোনো হচ্ছে এবং নিহত সন্ত্রাসীর কাছ থেকে একটি পিস্তল ও একটি রিভেলবার পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত