মুহাম্মদ ইরফানুল ইসলাম, ইউএই প্রতিনিধি:
তথ্য প্রযুক্তির যোগে এগিয়ে থাকা আমিরাতে গুজব, ভুল তথ্য, মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচারকারীদের জন্য শাস্তি আওতায় আনছে পাবলিক প্রসিকিউশন। আমিরাতে সরকারি ঘোষনার বাইরে ভুয়া খবর ছড়িয়ে দিলে দুই বছরের কারাদণ্ড এবং ২ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে।
আর যদি যে কেউ সরকারি সূত্র দ্বারা প্রকাশিত সংবাদের বিপরীতে মিথ্যা সংবাদ, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ, প্রচার বা ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টারনেট ব্যবহার করে, তার কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম জরিমানা হতে পারে।
আমিরাত পাবলিক প্রসিকিউশন জানান, জনসাধারণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আমরা চলমান আইনের এ তথ্যটি প্রকাশ করেছি। তারা আরও জানান, গুজব এবং সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০২১ সালের ফেডারেল ডিক্রি-আইন নং ৩৪ এর ৫২ অনুচ্ছেদ অনুসারে এ শাস্তিগুলি দেওয়া হবে৷