সোমবার, আগস্ট ১৮, ২০২৫

অজ্ঞান পার্টির খপ্পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আপডেট:

চট্টগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র

আল আমিন চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর হালিশহরের রেলওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় এক ছাত্রকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে হালিশহর থানা পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম মো. শামীম (২১)। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের ছাত্র।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার সময় রেলওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ‍হালিশহর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে। শামীম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে বিশ্ববিদ্যালয়ের শাহ আলম হলের ৫০২ নম্বর কক্ষে থাকে।
পুলিশের ধারণা উদ্ধার হওয়া ছাত্র অজ্ঞান পার্টির কবলে পড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত