বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

সিজেকেএস (অনুর্ধ্ব -১৬) টুর্নামেন্টে কর্ণফুলীর ফুটবল কমিটি গঠন!

আপডেট:

আবদুল কাইয়ুম, নিজস্ব সংবাদদাতা:
মুজিবর্ষে সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট( অনুর্ধ্ব -১৬) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে কর্ণফুলী উপজেলার ফুটবল কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) কর্ণফুলী উপজেলা পরিষদ কনফারেন্স হল এ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও শাহিনা সুলতানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভায় এই ফুটবল কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

এসময় সিজেকেএস আন্তঃউপজেলা ফুটবল লীগে অংশগ্রহণকারী কর্ণফুলী উপজেলার অনুর্ধ্ব-১৬ দলে ম্যানেজার হিসেবে সাইফুদ্দিন মানিক মেম্বার এবং কোচ হিসেবে শেখ মুহাম্মদ কে নির্বাচিত করা হয়। পরে ১১ সদস্য বিশিষ্ট একটি ফুটবল কমিটি গঠন করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কর্ণফুলী থানার ওসি( তদন্ত) মেহেদী হাসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম মহিউদ্দিন মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মোবারক,কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, নির্বাহী সদস্য সাইফুদ্দিন মানিক মেম্বার, মুছা আদর্শ, মোমেনা আকতার নয়ন, মোঃ ফরিদ, অ্যাফিলিয়েশন কমিটির সচিব শেখ মুহাম্মদ, সদস্য ফরহাদ জিতু, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত