পটিয়ায় প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন বিষয়ক সভা অনুষ্ঠিত
পটিয়া প্রতিনিধিঃ
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের দাবিতে পটিয়ায় গণমাধ্যম ও সমাজ ভিত্তিক সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অাজ বুধবার সকালে পটিয়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও সিআরপি সংগঠনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শ্যামল ভট্টচার্য্যের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, একে খান সিআরপি শাখা ব্যবস্থাপক খলিলুর রহমান, সহকারী প্রকল্প অফিসার উম্মে হারেছা, পটিয়া পৌরসভার প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার। মত বিনিময় সভায় বলেন, প্রতিবন্ধীরা দেশে এখনো নানাভাবে অবহেলিত। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, গাড়ি ও মেডিকেলে নির্ধারিত সিট থাকার কথা থাকলেও তা নেই। তাছাড়া প্রতিবন্ধীরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হলে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি দেশ ও সমাজের বিত্তশালীদেরকে প্রতিবন্ধীদের সামগ্রিক উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। এছাড়াও সরকারী চাকুরী কোটায়ও যথাযথ ভাবে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত কোটা পূরণ করতে হবে।