বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

শেখ হাসিনার জন্মদিনে গণটিকা কার্যক্রমে বারশত ইউনিয়নে ব্যাতিক্রমী আয়োজন!

আপডেট:

আনোয়ারা প্রতিনিধি,
সারাদেশব্যপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ গণটিকাদান কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গণটিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তবে ভিন্ন আয়োজন করছেন বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। টিকা নিতে আসা নারী পুরুষদের হাতে মিলছে গোলাপ ফুল, মিষ্টি এবং দুপুরের খাবার।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই বিশেষ টিকা কার্যক্রম।

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া হযরত চারপীর আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সকাল থেকে টিকা কেন্দ্রে আসা সবার হাতে গোলাপ তুলে দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়নের গ্রাম পুলিশরা।

পরে মিষ্টিমুখ করিয়ে টিকার বুথে নিয়ে টিকা দেওয়া হয়। ঠিকাদান শেষে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার পর খাবারের আয়োজনও করা হয়।

বারশত ইউপির চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন করেছি। লোকজন উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত