রবিবার, আগস্ট ১৭, ২০২৫

বাঁশখালীতে ১১ হাজার ৫’শ পিস ইয়াবাসহ আটক ৩ জন!

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ‌্যায় বাঁশখালী থানার এস আই নিঃ মং থোয়াই হ্লা চাকমা সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউপিস্থ চট্টগ্রা‌মের বাশঁখালী পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ঈদগাঁও সেতুপাড়া, গোমাতলী এলাকার মো আনার আলী পুত্র মো. আবদুল্লা (২০) কে গ্রেপ্তার করা হয়।অপর অ‌ভিযা‌নে শ‌নিবার সন্ধ‌্যায় একই স্থান থেকে ৫হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ পি এম খালী মাইজপাড়া এলাকার মো. জাহাঙ্গী‌রের স্ত্রী খোশনারা (৩৫), টেকনা‌ফের দ‌ক্ষিণ নীলা চৌধুরী পাড়ার আবু সি‌দ্দিক এর স্ত্রী‌ রুজিনা আক্তার (৩৩) কে গ্রেপ্তার করা হয়।এব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিউল কবির দৈনিক সকালের সময় ও চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন,পৃথক পৃথক দুটি অভিযানে ১১ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যবলেটসহ ৩ জনকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান (ও‌সি ) স‌ফিউল কবীর।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত