পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে । প্রত্যক্ষদর্শিরা জানান, অাজ রাত সাড়ে দশটার দিকে পটিয়ার অামজুর হাট এলাকায় চট্টগ্রাম শহর হতে অাসা একটি মোটরসাইকেল করে দুই জন অারোহীকে বিপরীত দিক হতে অাসা ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে বাইক অারোহী দুই জন নিহত হয়েছে।
নিহত দুই জন সম্পর্কে শালা দুলাভাই।
পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্ব রত ডাক্তার সৌমেন বড়ুয়া জানান, রাত সাড়ে দশটার দিকে সড়ক দুর্ঘটনায় গুরতর অাহত অবস্থায় হাসপাতালে নিয়ে অাসলে তাদের দেখার পর মৃত ঘোষণা করা হয়। ধারনা করা হচ্ছে ওরা ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহত দুই জন হলেন কাগজিপাড়ার জহির আহমেদের পুত্র রফিকুল ইসলাম অারজু (২৫) ও সুচক্রদন্ডীর মৃত অাবদুল খালেকের পুত্র মোঃ শাহজাহান (৪২)।
নিহত রফিকুল ইসলামের বাড়ি কাগজিপাড়া সে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাকের অফিসার এবং শাহজাহান তার দুলা ভাই। তারা চট্টগ্রাম শহর হতে পটিয়া র বাড়িতে অাসছিলেন।
ঘাতক ট্রাকটির ড্রাইভার পলাতক। ট্রাকটি অাটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই ঘন্টা ধরে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।