মঙ্গলবার রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেওয়া হবে – শরণার্থী ও ত্রাণ প্রত্যাবাসন কমিশনার
মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফঃ
আগামীকাল ২২ আগষ্ট মিয়ানমারে ফিরিয়ে নিতে রাজি হওয়া সাড়ে ৩ হাজার রোহিঙ্গার সাক্ষাৎকার নেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। সোমবার (১৯ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম বলেন,বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরাতে অবশেষে মায়ানমার সরকার রাজি হয়েছে। আগামীকাল থেকে যারা যেতে আগ্রহী তাদের সাক্ষাৎকার নেয়া হবে। তারা স্বেচ্ছায় যেতে রাজী কিনা তা যাচাই করা হবে।
জানা যায়,কক্সবাজারের উখিয়া-টেকনাফে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এখানে এগারো লাখের অধিক রোহিঙ্গা শরণার্থীর বসবাস। মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা এ দেশে পালিয়ে আসেন। মিয়ানমারের নানান নির্যাতন সহ্য করে আসছিল রোহিঙ্গারা।সেদেশের সামরিক জান্তা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে আবারও তোড়জোড় শুরু করেছে মিয়ানমার। নিজ দেশে ফিরে যেতে অধীর আগ্রহী অধিকাংশ রোহিঙ্গা শরনার্থীরা।
ইতিমধ্যে বেশ কিছু রোহিঙ্গা নিজ উদ্যেগে রাখাইন ফিরেও গেছে। কিন্তু ক্যাম্পগুলোতে প্রত্যাবাসন বিরোধী উগ্রপন্থী ও উস্কানি দাতাদের নিবৃত করা সম্ভব না হলে ফের হোঁচট খাওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। আগামী বৃহস্পতিবার ৩ হাজার ৫৪০ জন রোহিঙ্গাকে প্রথম ধাপে স্থল ও নৌ পথে গ্রহণ করতে প্রস্তুতি নিয়েছে মিয়ানমার সরকার।
গত জুলাই মাসের দু’দফায় মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইউ মিন্ট থু এর নেতৃত্বে ১৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের ডেলিগেশন টিম কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গা নর-নারীদের সাথে একাধিকবার বৈঠক করেন। রোহিঙ্গাদের ফেরত যেতে অনুরোধ জানান।