বুধবার, আগস্ট ১৩, ২০২৫

মিরসরাইয়ে দূর্ঘটনার কব‌লে গা‌ড়ি, অ‌ল্পের জন্য রক্ষা পেল অর্ধশতা‌ধিক যাত্রী!

আপডেট:

ফরহাদ হোসেন, মিরসরাই:
মিরসরাইয়ের দুর্ঘটনার কবলে চয়েস গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী। ঢাকা -চট্রগ্রাম মহাসড়ক মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় আজ সকাল অনুমানিক ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা মতে,গা‌ড়ি না দে‌খেই অ‌বৈধ রাস্তা পার হ‌চ্ছিল এক‌টি কাভার্ড ভ‌্যান।রাস্তা পার হওয়ার সময় প্রধান সড়‌কে চলন্ত চ‌য়েস গা‌ড়ির সা‌থে ধাক্কা লাগার উপক্রম হয়।

বিজ্ঞাপন

এ‌তে চ‌য়েস গা‌ড়ির চালক অত্যন্ত দক্ষতার সাথে ধাক্কা এড়া‌তে,বড় ধর‌নের দূর্ঘটনা থে‌কে নি‌জের গা‌ড়ি ও যাত্রী‌দের রক্ষা কর‌তে রাস্তার সাই‌ড়ে নে‌মে যায়।এ‌তে গা‌ড়ি ও যাত্রী সাধারন বড় ধর‌নের দূর্ঘটনা থে‌কে রক্ষা পায়।ত‌বে চ‌য়েস গা‌ড়ির ধাক্কায় রাস্তার পাশে থাকা এক রিক্সা ড্রাইভা‌রের আহত হয়েছে, ফলে তার মাথা ফেটে যায়। তা‌কে দ্রুত উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য তাৎক্ষণিক হাসপাতা‌লে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত