নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিষ্ঠা ফাউন্ডেশন’ এবার জনগণের সেবামূলক কার্যক্রমে আরও একটি লাশবাহী অ্যাম্বুলেন্স সংযোজন করেছে। গতকাল ৩১ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় চট্টগ্রাম জেলাপ্রশাসক কার্যালয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স গাড়িটির উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে ‘নিষ্ঠা ফাউন্ডেশন’।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মো. কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জনাব ডাঃ শেখ ফজলে রাব্বী। এছাড়া ‘নিষ্ঠা ফাউন্ডেশন’র চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও করোনাকালীন সেবা কমিটির প্রধান ড. মুহাম্মদ নুর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নিষ্ঠার কো-চেয়ারম্যান ড. জাফর উল্লাহ, ভাইস-চেয়ারম্যান ছালামত উল্লাহ, জনাব এমএ সবুর, আজীবন সদস্য অধ্যাপক দিদারুল আলম, শুভাকাঙ্ক্ষী আলহাজ এসএম জলীল, শিল্পপতি জনাব শাহজাহান লিটন, পিআরও জনাব আবুল কালাম, স্বেচ্ছাসেবকপ্রধান ফখরুল প্রমুখ।
করোনাকালীন সেবা কমিটির প্রধান ড. মুহাম্মদ নুর হোসেন বলেন, নিষ্ঠা ফাউন্ডেশন করোনা প্রকোপের প্রথম ঢেউ থেকেই মানবিক কাজগুলো করছে। এতদিন সাধারণ দুটি এ্যাম্বুলেন্স দিয়ে অসুস্থ রোগী ও লাশ পরিবহন করা হত। আজ নতুন সংযোজন হিসেবে যুক্ত হলো আরেকটি লাশবাহী ফ্রিজার এ্যাম্বুলেন্স। এর মাধ্যমে সেবার ক্ষেত্রে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম। এসময় এ্যাম্বুলেন্সটি ক্রয়ে যারা সহায়তা করেছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন তিনি।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ‘নিষ্ঠা ফাউন্ডেশন’র সমাজ সেবামূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসতে হবে। করোনাকালে মানবিক সংগঠনগুলোর কারণেই এখন পর্যন্ত চট্টগ্রামে কোনো রোগী অবহেলিত থাকেনি।
পরে অনুষ্ঠানের শেষে,প্রধান অতিথি জনাব মো. কামরুল হাসান ফিতা কেটে লাশবাহী এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন এবং এম্বুলেন্স পরিদর্শন করেন। এসময় আমন্ত্রিত অন্যান্য অতিথি ও নিষ্ঠা ফাউন্ডেশন পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালে মানবিক সমাজ বিনির্মানে ‘মানুষ মানুষের জন্য’ এই আদর্শ ধারণ করে প্রতিষ্ঠিত হয় নিষ্ঠা ফাউন্ডেশন। করোনাকালীন সময়ে এ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন সেবা, লাশ দাফন কাফন সহ নানান ধরনের সেবা প্রদান করে আসছে সংগঠনটি।