সংবাদ বিজ্ঞপ্তি,
রাত তখন সাড়ে বারোটা। নগরীর রাস্তায়, স্টেশন ও ফুটপাতে শুয়ে আছে ভাসমান এবং ছিন্নমূল মানুষ। হঠাৎ ঘুম থেকে জাগিয়ে এক প্যাকেট খাবার হাতে তুলে দিলেন কিছু ব্যক্তি। আর বললেন, আসসালামু ওয়ালাইকুম। আমরা আপনাদেরই ছেলে। খাবারটি রাতে খেয়ে নেবেন। এতটুকুই করতে পারলাম আপনাদের জন্য। বিনিময়ে শুধু দোয়া করবেন আমাদের জন্য।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত এভাবেই চটগ্রাম শহরের পুরাতন চান্দগাঁও, বহদ্দরহাট, দুই নং গেইট, নতুন ব্রিজ ও চকবাজার এলাকায় আশ্রয়হীন ভাসমান মানুষদের এ খাবার বিতরণ করেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম শাখা। এর মধ্যে এ সংগঠনের রাতভর খাবার বিতরণের ছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনেকেই এ উদ্যোগকে প্রশংসামূলক ও অনুপ্রেরণামূলক হিসাবে মন্তব্য করেছেন।
এফডিইবি চট্টগ্রাম শাখা সভাপতি প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন, প্রতিদিন যখন বাসায় ফিরি, তখন দেখি অনেক ভাসমান ছিন্নমূল মানুষ রাস্তায় না খেয়ে পড়ে আছে। তাই আমরা উদ্যোগ নিলাম তাদের জন্য কিছু করব। তার ধারাবাহিকতায় আজকের আয়োজন। তবে আসলে এটা আমাদের একার পক্ষে সম্ভব না। আমরা যদি সবাই মিলে ওই মানুষগুলোর পাশে দাঁড়াই তাহলে রাস্তায় কেউ না খেয়ে ঘুমাবেনা ইনশাআল্লাহ।
সমাজের বিত্তশালী ও শিল্পপতিরা এগিয়ে এলে সমাজে এ ধরনের প্রান্তিক, ভবঘুরে, অসহায় মানুসের সংখ্যা কমে আসবে। সামনের দিনগুলোতে আর বৃহত্তর পরিসরে এ কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।
এ সময় উপ¯ি’ত ছিলেন এফডিইবি নেতা প্রকৌশলী কেএম ইসহাক, প্রকৌশলী নুর আলম, প্রকৌশলী মোহাম্মদ ইয়াছিন, প্রকৌশলী মেজবাহ উদ্দিন, প্রকৌশলী শওকত আলী, প্রকৌশলী আরফাত উজ্জামান, প্রকৌশলী শরীফ মাসুদ, প্রকৌশলী শাবান মাসুদ প্রমুখ।