রাঙ্গুনিয়া ইসলামপুরে ঝুঁকিপূর্ণ বিদুৎ খুঁটি নিয়ে আতংকে এলাকাবাসী৷
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া।
১নং ওয়ার্ড এলাকার কাউখালি সড়কের পাশে জনবসতিপূর্ণ এলাকায় পল্লীবিদুৎ”র এগার হাজার বোল্ডেজ মেইন লাইনের একটি খুঁটি ঝুঁকিপূর্ণ হওয়াতে উক্ত এলাকার জনসাধারণের মাঝে আতংক বিরাজ করতেছে৷
এগার হাজার বোল্ডের এই খুঁটিটি যে কোন মূহর্তে ভেঙ্গে পরতে পারে তাই স্থানীয়দের দাবী বিদুৎ কতৃপক্ষ যেন দূরত খুঁটিটি মেরামত করে বড় ধরনের দূর্ঘটনা থেকে স্থানীয়দের রক্ষা করেন৷
খুঁটিটির এক পাশে জায়গাটি ঢালু হওয়াতে বৃষ্টির সময় উপর নেমে আসা বৃষ্টির পানি চলাচল করে৷
যে কারণে যে কোন মূহর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা৷
খুঁটিটি দূরত মেরামত করার দাবী জানিয়ে এলাকাবাসীর পক্ষে এম,এ,হাশেম নামের এক তরুন ফেইসবুকে স্ট্যাটাস দেন,তার স্ট্যাটাসটি পড়ার পর ব্যক্তিগতভাবে ঐ এলাকার অনেকের সাথে যোগযোগ করে জানতে পারি গত কয়েক সপ্তাহ আগে খুঁটিটি আংশিক ঢলে পরলেও বর্তমানে এখন পরবে এখন পরবে অবস্থা এই অবস্থায় খুঁটিটিকে সংস্কার না করলে যে কোন মূহর্তে বড় দূর্ঘটনা হতে পারে৷
যেহেতু কাউখালি সড়কটি রাঙ্গামাটি সড়কের সংযোগ সড়ক হওয়ায় খুবই ব্যস্ত সড়ক কোন দুর্ঘটনা ঘটলে সাধারণ বসতি ছাড়াও গাড়িতে চলাচলকারী জনসাধারণের প্রানঘাতি হতে পারে৷
বিষয়টি গন-মাধ্যম ও সামাজিক মাধ্যম ফেইসবুকে সবাই তুলে ধরলে হয়তো পল্লীবিদুৎ কতৃপক্ষ নজরে নিবেন বলে ধারণা এলাকাবাসীর৷