হালিশহর প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর হালিশহরে ‘বাংলাদেশ ইয়ংগার্স অর্গানাইজেশনে’র ভিন্নধর্মী উদ্যোগে “কবর খোড়কদের” মাঝে বিনামূল্যে রেইনকোর্ট বিতরণ করা হয়েছে৷ গত ২ জুলাই ( শুক্রবার) এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে প্রশংসা কুঁড়িয়ে আসছে সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ইয়ংগার্স অর্গানাইজেশন’। প্রতিবারই ভিন্নধর্মী বিভিন্ন সামাজিক কর্মযজ্ঞ হাতে নেয় জনপ্রিয় এই সামাজিক সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এবার অতিবৃষ্টিতে কবর খোড়কদের কষ্ট লাঘবে রেইনকোর্ট বিতরণের কাজ করেছে সংগঠনটি৷
এ প্রসঙ্গে সংগঠনটির সিনিয়র সদস্য এস এম আনাস চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন, সম্প্রতি চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বি-ব্লকে একটি কবরস্থানের কবর খোড়কদের বৃষ্টিতে ভিজে কষ্ট করে কবর খুঁড়তে দেখা যায়৷ কবর খোরকদের কষ্ট লাঘবে তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে রেইনকোর্ট বিতরণের কাজ করেছি।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক বাপ্পি হোসেন বলেন, আমরা আজকে ১২ জন কবর খোড়কদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে রেইনকোর্ট বিতরণ করেছি। সামনে আমাদের এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে৷ আমাদের মতো অন্যান্য সামাজিক সংগঠন গুলোও যদি এগিয়ে আসে তাহলে বর্ষায় কবর খোড়কদের কষ্ট অনেকাংশে কমে আসবে৷
এসময় রেইনকোর্ট হাতে পেয়ে সামাজিক সংগঠনটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কবরস্থানে কর্মরতরা বলেন,বৃষ্টিতে ভিজে পুরে কাজ করতে নানান সমস্যায় পড়তে হয় আমাদের। তবে এখন আমাদের কষ্ট অনেকটাই কমে আসবে,বৃষ্টিতে ভিজে ভিজে আর কাজ করতে হবে না৷
রেইনকোর্ট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ ইয়ংগার্স অর্গানাইজেশন’র’ সিনিয়র সদস্য এস এম আনাস, যুগ্ম আহ্বায়ক: বাপ্পি হোসেন, সদস্য ছিলেন,শাহআলম, কামরুল ইসলাম, রিফাত, আরমান ইলাহি প্রমুখ।